• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শান্তিগঞ্জের হাওরে হাঁসে ধান খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

  • ''
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাওরে পাকা বোরো জমির ধান হাঁসে খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নোয়াব আলী(৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র।  বৃহস্পতিবার(১৮ এপ্রিল)সকালে তিনি নিজ বাড়িতে মারা জান।

এরপূর্বে বুধবার(১৭ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ  উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বুধবার বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংদের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন৷ এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা৷ তখন  হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন৷ এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরে এসে স্বাভাবিক কার্যক্রম করেন। আজ সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads